বদলে গেল দীঘার সমুদ্রের রং! কাদা ভর্তি জলে স্নানে নিষেধাজ্ঞা প্রশাসনের

বিশেষ প্রতিবেদন, ১৪ আগস্ট:

শনি-রবিবার মানেই পর্যটকদের ভিড় জমতে থাকে দীঘায়। এই সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু দীঘায় পৌঁছেও সপ্তাহান্তে সমুদ্র স্নান থেকে বঞ্চিত থাকলেন পর্যটকরা। কাদা ভর্তি জলে বদলে গিয়েছে দীঘার সমুদ্রের রং! সমগ্র সৈকত জুড়ে শুধুই কাদাজল। যেই কারণে বিপদ এড়াতে দ্রুততার সাথে সমুদ্রে স্নান বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এই প্রসঙ্গে স্থানীয়রা বলেছেন যে, সাম্প্রতিককালে সমুদ্রের জল এতটা কর্দমাক্ত হতে দেখেননি তাঁরা। পাশাপাশি এই ঘটনায় উদ্বিগ্ন হয়েছেন মৎস্যজীবীরাও।

এদিকে, সমুদ্র স্নান বন্ধ থাকায় কিছুটা হলেও মন খারাপ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের। যদিও, তাঁদের নিরাপত্তার কথা ভেবেই সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্নান। তবে, হঠাৎ করে দীঘার সৈকতে কাদা জলের উপস্থিতির কারণ প্রসঙ্গে বিশেষজ্ঞরা মনে করছেন যে, ভাগীরথী সহ সুবর্ণরেখা এবং দামোদরের বিস্তীর্ণ বন্যাকবলিত এলাকা থেকে জল নেমে যাওয়ার কারণেই পলি সহ কাদা জলে কর্দমাক্ত হয়ে উঠছে দীঘার সৈকত।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *