ভিড় এড়াতে এবার প্রতিটি বুথে “লক্ষ্মীর ভান্ডার”! বাড়তে পারে আবেদনের সময়সীমাও

বিশেষ প্রতিবেদন, ১৯ আগস্ট :

রাজ্য সরকারের ঘোষণা করা “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্পে আবেদন করতে গিয়ে লম্বা লাইনের খোঁজ মিলছে বিভিন্ন জেলাজুড়ে। এমনকী, কিছু কিছু জায়গায় তৈরি হয়েছে বিশৃঙ্খলাও। ১৬ আগস্ট থেকে এই প্রকল্পে আবেদনপত্র জমা নেওয়া শুরু হলেও মাত্র তিনদিনের মধ্যেই জমা পড়েছে প্রায় ৪৬ লক্ষ আবেদন। এমতাবস্থায়, বাড়ানো হতে পারে আবেদনের সময়সীমাও। এবার, তাই ভিড় এড়াতে নতুন পদক্ষেপ নিতে চলেছে নবান্ন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্পের জন্য বুথভিত্তিক ক্যাম্প শুরু করা হবে। এই মুহূর্তে, রাজ্যে বুথের সংখ্যা প্রায় ৭৮ হাজার। তাই, বুথভিত্তিক এই প্রকল্পের আবেদন শুরু হলে চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন আধিকারিকরা। এই প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, “একমাস সময় আছে। তাড়াহুড়ো করার দরকার নেই। দরকার হলে ৩-৪ দিন বাড়িয়ে দেব। বেশি ভিড় করবেন না। সরকারি চাকরি করেন বা পেনশন পান, তাঁরা ছাড়া সবাই এটা পাবেন।”

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *