১৪৯ দিন পর সর্বনিম্ন অ্যাকটিভ কেস! তবে সংক্রমণ বেড়েছে দেশ ও রাজ্যে

বিশেষ প্রতিবেদন, ১৯ আগস্ট:

গত একদিনে দেশজুড়ে ফের বাড়লো সংক্রমণ! তবে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় নেমে এলো অনেকটাই। আপাতত দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬৪ হাজার ১২৯। ১৪৯ দিন পর এই সংখ্যাই এখন সর্বনিম্ন। তবে, সক্রিয় আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪০১ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৩৫ হাজার ১৭৮।

গত একদিনে সবচেয়ে বেশি সংক্রমণের খোঁজ মিলেছে কেরালায়। প্রায় ২১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫৩০ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৪৪০। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ১৫৭ জন। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৫৬ কোটি ৬৪ লক্ষেরও বেশি মানুষ টিকা পেয়েছেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় রাজ্যেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩১ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৬৪৬। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪০ হাজার ৯৮৯।

গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৮১ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৫৩। গত একদিনে ৪৫ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *