মাত্র ১১ বছর বয়সেই “ভারতের সর্বকনিষ্ঠ হারমোনিকা শিল্পী” হিসেবে “India Book of Records”-এ স্থান পেলো সৌম্যজিৎ

সৌরভ আদক, নদীয়া, ২০ আগস্ট:

বয়স মাত্র ১১! এর মধ্যেই “ভারতের সর্বকনিষ্ঠ হারমোনিকা শিল্পী” হিসেবে “India Book of Records”-এ জায়গা করে নিলো নদীয়ার শান্তিপুরের আগমেশ্বরী স্ট্রিটের কামার পাড়ার বাসিন্দা সৌম্যজিৎ মন্ডল। ছোট্ট সৌম্যজিতের এহেন কৃতিত্বে স্বভাবতই খুশি পরিবারের সদস্যরা। সৌম্যজিতের বাবা উৎপল মন্ডল একজন তন্তুশিল্পী এবং মা সোমা মন্ডল একজন গৃহবধূ। ছেলের সাফল্যে উৎপলবাবু জানিয়েছেন যে, “ছোটো থেকেই হারমোনিকার ওপর আমার একটা আলাদা ভালোবাসা ছিলো, কিন্তু আর্থিক অনটন ও যোগ্য প্রশিক্ষকের অভাবে আমি শিখতে পারিনি। কিন্তু বর্তমানে হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়ায় শান্তিপুরের হারমোনিকা প্রশিক্ষক শাওন পালের ভিডিও দেখে তাঁর কাছে সৌম্যজিৎকে শিখতে পাঠাই, আজ তাঁর হাত ধরেই আমার ও আমার ছেলের স্বপ্ন পুরণ হলো। “

এদিকে, খুদে শিষ্যের এই সাফল্যে তাঁর প্রশিক্ষক শাওন জানিয়েছেন যে, “সৌম্যজিতের বাজানো শুনে “India Book of Records” এর একজন প্রতিনিধি যোগাযোগ করেন এবং “India Book of Records” এর সাইটে গিয়ে ফর্ম ফিলাপ করা হয়। পরবর্তীতে একে একে সকল ধাপ পেরিয়ে ১৭ তারিখ ওর রেকর্ড কনফার্ম হয় এবং ১৮ আগস্ট সৌম্যজিতের বাড়িতে কুরিয়ারের মাধ্যমে মেডেল, সার্টিফিকেট, কলম এবং ব্যাজ আসে।” এবং তিনি আরো বলেন “অনেকেই হারমোনিকা বাজায় কিন্তু সৌম্যজিৎ এর হারমোনিকা বাজানো সকলের থেকে আলাদা, খুব অল্প সময়ের মধ্যে সে অনেক প্রশংসা পেয়েছে।” পাশাপাশি, বিশিষ্ট হারমোনিকা শিল্পী ডা: ববিতা বসু, শিল্পী গৌরব দাস সহ আরও অনেক গুণী শিল্পীর প্রশংসায় সমৃদ্ধ হচ্ছে সৌম্যজিৎ।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *