চিন্তা বাড়াচ্ছে ডেল্টা স্ট্রেন! রাজ্যে ফের করোনা আক্রান্ত সাড়ে সাতশোর উপরে

বিশেষ প্রতিবেদন, ২০ আগস্ট:

দেশজুড়ে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ক্রমশ নিম্নমুখী। গতকালই এই সংখ্যা অনেকটাই কমে এসেছিলো। সেই রেশ বজায় রেখে শুক্রবারও কমলো অ্যাকটিভ কেসের সংখ্যা। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫। পরিসংখ্যান অনুযায়ী গত ১৫০ দিনের মধ্যে এই সংখ্যাই এখন সর্বনিম্ন। তবে, ডেল্টা স্ট্রেনের আবহে সামনে এসেছে এক নতুন তথ্য। এক সমীক্ষায় প্রকাশ করা হয়েছে যে, করোনার দুটি টিকা নেওয়া থাকলেও খুব সহজেই সংক্রমণ ঘটাতে পারে ভয়াবহ ডেল্টা স্ট্রেনটি। ভারতের মতো জনবহুল দেশে এই তথ্য যে নতুন করে চিন্তা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা।

শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৭১ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৩৬ হাজার ৪০১। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫৪০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৫৫৫ জন। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৫৭ কোটি ২২ লক্ষেরও বেশি মানুষ টিকা পেয়েছেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় রাজ্যেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৭৩১। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৯ জন।

আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪১ হাজার ৭৪৭। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৬৭ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৯ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৩৫। গত একদিনে ৪৭ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *