রক্তের চাহিদা মেটাতে বর্ধমানের তিনটি ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ AC ভলভো বাসে আয়োজিত হলো রক্তদান শিবির

সৌরভ আদক, বর্ধমান, ২১ আগস্ট:

বর্তমান অতিমারী পরিস্থিতিতে রক্তের ভাঁড়ারে টান পড়েছে। এই কারণে বহু মুমূর্ষ রোগীকে রক্তের যোগান দিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরিবারের সদস্যদের। এমতাবস্থায়, বর্ধমান ২ ব্লকের বড়শুল উৎসব ময়দানে “রক্ত দিয়ে সুস্থ থাকুন, মনের ভ্রান্তি দূরে রাখুন” এই স্লোগানকে সামনে রেখে বড়শুল কিশোর সংঘ, বড়শুল নিউ সান ক্লাব এবং বড়শুল কুমিরকোলা ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ এসি ভলভো বাসে দু’দিনের রক্তদান শিবির আয়োজন করা হলো। শুক্রবার ছিল এই শিবিরের প্রথম দিন।

এদিন বিধায়ক নিশীথ কুমার মালিক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিবিরের শুভ সূচনা করেন। পাশাপাশি এই দিন উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর দেবনাথ সাধুখাঁ, শক্তিগড় থানার অফিসার ইনচার্জ কুনাল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, বড়শুল ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা সরেন, বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ সহ অন্যান্যরা। ভ্রাম্যমাণ বাসে দু’দিনের রক্তদান শিবিরের প্রথম দিনে ৫০ জন এবং শনিবার আরও ৫০ জন রক্তদান করবেন। সেই রক্ত বর্ধমান মেডিকেল কলেজের হাতে তুলে দেওয়া হবে বলে জানান বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ। পাশাপাশি সকল রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছও তুলে দেওয়া হয়। রক্তদানের পাশাপাশি বড়শুল কিশোর সংঘের সহযোগিতায় বিধায়ক নিশীথ কুমার মালিক এক দুঃস্থ পড়ুয়ার হাতে কিছু পাঠ্যপুস্তকও তুলে দেন।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *