গাড়ির কাগজপত্র নিয়ে আর চিন্তা নেই! ফোনে এই অ্যাপ থাকলেই মিলবে সুবিধা, জেনে নিন বিশদে

বিশেষ প্রতিবেদন, ২২ আগস্ট:

রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেই সবার আগে ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রের কথা মাথায় রাখতেই হয়। অনেকসময় ভুলবশত প্রয়োজনীয় নথি না থাকার দরুন সমস্যাতেও পড়তে হয় অনেককেই। এবার সেই সমস্যা থেকেই মুক্তির উপায় হিসেবে দুই অ্যাপকে বৈধতা দিল দিল্লি সরকার। স্মার্টফোনে m-Parivahan অথবা Digi-locker যে কোনো একটি অ্যাপ ইনস্টলড থাকলেই ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির অন্যান্য নথি আর সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে হবে না।

দিল্লি সরকারের তরফে একটি নোটিস জারি করে বলা হয়েছে যে, ১৯৮৮ সালের মোটর ভেহিকল আইনের অধীনে এই নথি বৈধতা পাবে। পাশাপাশি, ২০০০ সালের তথ্য প্রযুক্তি আইনের অধীনে m-Parivahan এবং Digi-locker অ্যাপে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের নথিকে আসল নথি হিসাবেই গণ্য করা হবে। যার ফলে এই অ্যাপগুলির মাধ্যমেই ট্রাফিক পুলিশ ও পরিবহন দফতরের আধিকারিকদের গাড়ির যাবতীয় নথি দেখিয়ে দিতে পারবেন সাধারণ মানুষ। দিল্লির পরিবহন দফতরের তরফ থেকে জারি করা এই নোটিসে আরও বলা হয়েছে যে, ট্রাফিক পুলিশ ও পরিবহন দফতরের আধিকারিকরা এবার থেকে ইলেক্ট্রনিক ফর্ম্যাটে এই নথি গ্রহণ করবেন।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *