Advertisement
বিশেষ প্রতিবেদন, ২৩ আগস্ট:
একটানা বর্ষণের পর রবিবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। সেই রেশ সপ্তাহের শুরুতেও বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি বেশি। পাশাপাশি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ। যার জেরে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
এদিকে, উত্তরবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা গয়া থেকে মালদা হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হওয়ার ফলে তা ক্রমশ হিমালয়ের পাদদেশে অবস্থান করতে চলেছে। যেকারণে, ফের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গিয়েছে উত্তরবঙ্গ জুড়ে।