বিশেষ প্রতিবেদন, ২৩ আগস্ট:
দেশের করোনা পরিসংখ্যানে এবার বড়সড় চমক! একলাফে সংক্রমণের হার অনেকটাই কমলো দেশে। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭২ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৩০ হাজার ৯৪৮।
পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৮৯ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৪০৩। গত একদিনে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ১৫৭ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৯২৪। এখনও পর্যন্ত ৫৮ কোটি ২৫ লক্ষ ৪৯ হাজার ৫৯৫ জন টিকা পেয়েছেন।
এদিকে, গত ২৪ ঘন্টায় রাজ্যেও কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫১০ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৫৬১। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৭ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৮। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৩ হাজার ৪৯৬। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬২৮ জন।
আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২০ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৩৬। তবে, গত একদিনে রাজ্যে কমেছে নমুনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ১৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।