“অন্যায়ভাবে” বদলির অভিযোগ! বিকাশ ভবনের সামনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৫ শিক্ষিকার

বিশেষ প্রতিবেদন, ২৪ আগস্ট:

“অন্যায়ভাবে” বদলির অভিযোগে বিকাশ ভবনের সামনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ৫ শিক্ষিকা। সঙ্গে সঙ্গেই পাঁচজনকে ভর্তি করা হয় বিধাননগর হাসপাতালে। পরে দু’জনকে স্থানান্তরিত করা হয় এনআরএস হাসপাতালে। জানা গিয়েছে যে, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ওই পাঁচজন সদস্যা শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তিভিত্তিক শিক্ষিকা হিসেবে কর্মরত। তাঁদের অভিযোগ, বাড়ি থেকে প্রায় ৬০০-৭০০ কিলোমিটার দূরে এক একজনকে বদলি করা হয়েছে।

এরই প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর সময় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাঁচ শিক্ষিকা। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চাকরির স্থায়ীকরণ-সহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। এমতাবস্থায়, ৫ শিক্ষিকাকে অন্য জেলায় বদলির অভিযোগ ওঠে। তারই ভিত্তিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে দেখা মেলেনি বলে দাবি করেন বিক্ষোভকারীরা। তারপরেই শিশি থেকে হঠাৎই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *