দেশজুড়ে ক্রমশ কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা, রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ১২

বিশেষ প্রতিবেদন, ২৪ আগস্ট:

দেশজুড়ে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এবার ফের নিম্নমুখী। আপাতত দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১। পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাই গত ১৫৬ দিনের মধ্যে সর্বনিম্ন। এদিকে, মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ২৫ হাজার ৭২।
পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৫৪ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৩৮৯। গত একদিনে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৮৬ জন। এখনও পর্যন্ত ৫৮ কোটি ৮৯ লক্ষ ৯৭ হাজার ৮০৫ জন টিকা পেয়েছেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় রাজ্যে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬১৩ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৫১০। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৭। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৪ হাজার ১০৯। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭২০ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২১ শতাংশ।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *