বিশেষ প্রতিবেদন, ২৭ আগস্ট:
করোনার কারণে চলতি বছরের আইপিএলের মাঝপথেই ছন্দপতন ঘটে। একের পর এক শিবিরে করোনা হানা দেওয়ায় স্থগিত রাখা হয় এই টুর্নামেন্ট। পরবর্তীকালে আইপিএলের দ্বিতীয় পর্ব নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। সেই মতো প্রস্তুতিও নিচ্ছে টিমগুলি। তবে, আইপিএলের দ্বিতীয় পর্বে মাঠে নামার আগে স্বস্তির নিঃশ্বাস কলকাতা নাইট রাইডার্স শিবিরে।
গত বুধবার নাইট রাইডার্সের ক্রিকেটারদের পাশাপাশি সাপোর্ট স্টাফেদেরও আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ভিত্তিতেই বৃহস্পতিবার সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। যার ফলে শুক্রবার বিকেলের দিকেই দুবাই রওনা হয়ে যাবে কেকেআর। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের আইপিএলে কলকাতারও বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন। স্বাভাবিকভাবেই সংক্রমণ এড়াতে এবং ক্রিকেটারদের কথা মাথায় রেখেই স্থগিত হয়ে যায় আইপিএল। অবশেষে, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব নিয়ে বেশ উৎসাহী ক্রিকেটপ্রেমীরা।