গত একদিনে রাজ্যে ফের বেড়েছে দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যা ১২

বিশেষ প্রতিবেদন, ১ সেপ্টেম্বর:

গত একদিনে রাজ্যে ফের বেড়েছে দৈনিক আক্রান্তের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৯ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৫৪৬। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১৩।

আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৯ হাজার ২৮৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৮১ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮০১ জন। গত ২৪ ঘন্টায় ৩৮ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *