বিশেষ প্রতিবেদন, ২ সেপ্টেম্বর:
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন জার্সি পরে সামনে এল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছবি। তবে, এখনও জার্সি নম্বর ঠিক হয়নি এই ফুটবল তারকার। যদিও, ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম পর্বে খেলার সময় তাঁর জার্সি নম্বর ছিল ৭। কিন্তু, বর্তমানে এই নম্বরের জার্সির অধিকারী এডিনসন কাভানি। যার ফলে মনে করা হচ্ছে যে, এবার হয়তো ৭ নম্বর জার্সিতে আর দেখা যাবেনা রোনাল্ডোকে। সেক্ষেত্রে ৯ নম্বর জার্সি পরতে পারেন তিনি। কারণ ম্যানচেস্টারে প্রথম দিকে তাঁর জার্সি নম্বর ছিল ৯।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ২ বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকেই নতুন জার্সিতে রোনাল্ডোকে দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। সেই ছবি সামনে আসতেই রীতিমতো উচ্ছসিত তারা। এদিকে, ১১ সেপ্টেম্বর ঘরের মাঠে নিউক্যাসলের বিরুদ্ধে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। আপাতত এই ম্যাচে ক্রিশ্চিয়ানো আদৌ খেলবেন কিনা সেই অপেক্ষাতেই রয়েছেন ফুটবলপ্রেমীরা।