বিশেষ প্রতিবেদন, ৪ সেপ্টেম্বর:
এই কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির দাপট কমলেও ফের তৈরি হয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একইসাথে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে নতুন করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
তবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তীব্র গরমের পাশাপাশি তাপমাত্রাও বাড়বে বলে জানা গিয়েছে। যদিও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয়বাষ্প ঢুকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরির মাধ্যমে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।