দেশে ক্রমশ ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা! রাজ্যেও বেড়েছে সংক্রমণ

বিশেষ প্রতিবেদন, ৪ সেপ্টেম্বর:

দেশের করোনা চিত্রে এবার ক্রমশ ঊর্ধ্বমুখী সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই এই সংখ্যা পেরিয়ে গিয়েছে ৪ লক্ষের গন্ডী। দেশজুড়ে চলা টিকাকরণ এবং সার্বিক সচেতনতার আবহ বজায় থাকলেও এখনও মাত্রাতিরিক্ত সংক্রমণের রেশ চিন্তা বাড়িয়েছে সকলের। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬১৮ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৪৫ হাজার ৩৫২।

পাশাপাশি, গত একদিনে করোনার কারণে দেশে প্রাণ হারিয়েছেন ৩৩০ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৮৫ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৬৮১। গতদিনের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৬ হাজার বেশি। ইতিমধ্যেই দেশে ৬৭ কোটি ৭২ লক্ষ ১১ হাজার ২০৫ জন টিকা পেয়েছেন।

এদিকে, গত একদিনে রাজ্যেও ফের বেড়েছে দৈনিক আক্রান্তের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭০০ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৬৮৬। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৮ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ১১।

আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫১ হাজার ৩৬৪। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭১৫ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৭৯ জন। গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *