বিশেষ প্রতিবেদন, ৫ সেপ্টেম্বর:
দেশজুড়ে চলা করোনা ভাইরাসের মাত্রাতিরিক্ত সংক্রমণের মাঝেই এবার নতুন করে চিন্তা বাড়াচ্ছে নিপা ভাইরাস। এমনকি, এই ভাইরাসের জেরে কেরালায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বারো বছরের এক কিশোরের। জানা গিয়েছে যে, কোঝিকোড়ের বাসিন্দা ওই কিশোরের শরীরে গত ৩ সেপ্টেম্বর থেকে নানান উপসর্গ দেখা দেয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তার নমুনা পাঠানো হয় পুণেতে। সেখান থেকেই জানা যায় যে, ওই কিশোর নিপা ভাইরাসে আক্রান্ত।
তারপরে বহু চেষ্টা করা হলেও অবশেষে রবিবার সকালে মৃত্যু হয় ওই কিশোরের। ইতিমধ্যেই ওই কিশোরের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। এই প্রসঙ্গে, কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন যে, প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল আক্রান্ত কিশোরকে, তারপরে স্থানান্তরিত করা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। শেষ পর্যন্ত ফের বেসরকারি হাসপাতালেই নিয়ে যাওয়া হয় তাঁকে। এদিকে, করোনা সংক্রমণের মাঝেই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।