ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জের! ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বিশেষ প্রতিবেদন, ৮ সেপ্টেম্বর:

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একইসাথে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সপ্তাহের শুরু থেকেই প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেইমতো একটানা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে জেলাগুলিতে। এবার, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে বুধবার সারাদিন ধরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি, নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

যার জেরে উপকূলবর্তী জেলাগুলি, অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সহ পার্শ্ববতী জেলাগুলিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্যও। এদিকে, নিম্নচাপটি ক্রমশ
উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে এগোবে আগামী দু’-তিন দিন। তারপরে ফের রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *