বিশেষ প্রতিবেদন, ১১ সেপ্টেম্বর:
ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে শনিবার থেকেই ফের নিম্নচাপ তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে। যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে।
পাশাপাশি, শনিবার সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে এবং রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তাঁদের। সোমবারে ভারী বৃষ্টির পাশাপাশি মঙ্গলবারেও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে যে, তৈরি হওয়া নিম্নচাপটি রবিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ক্রমশ বাংলা ও ওড়িশা উপকূলের দিকে এগোতে থাকবে।