অস্ত্রোপচার করে কপালে বসানো ১৭৫ কোটি টাকার হিরে! শো চলাকালীন ছিনিয়ে নিলেন ভক্তরাই

বিশেষ প্রতিবেদন, ১২ সেপ্টেম্বর:

নিতান্ত শখের জেরেই কপালে অস্ত্রোপচার করে ১৭৫ কোটি টাকার গোলাপি রঙের হিরে বসিয়েছিলেন আমেরিকান র‌্যাপার লিল উজি ভার্ট। তাঁর এই অদ্ভুত শখের খবরে রীতিমতো শোরগোল পড়ে যায় বিশ্বজুড়ে। কিন্তু, এবার ফের তিনি উঠে এলেন খবরের শিরোনামে! লাইভ শো চলাকালীন কপাল কেটে সেই গোলাপী হিরেই ছিনিয়ে নিয়ে গেলেন ভক্তরা।

সূত্র মারফত জানা গিয়েছে যে, মায়ামিতে চলা রোলিং লাউড ফেস্টিভ্যালে শো করতে গিয়েছিলেন আমেরিকান র‌্যাপার লিল উজি ভার্ট। অনুষ্ঠান চলাকালীন তিনি নেমে আসেন দর্শকদের মাঝে। ঠিক সেই সময়ই অনুরাগীরা ঘিরে ধরেন তাঁকে। এর পরেই অভিযোগ ওঠে যে, কেউ তাঁর কপাল থেকে ওই মূল্যবান হিরেটি চুরি করে নিয়েছেন। এমনকি, রক্তাক্ত হয়ে যায় তাঁর কপালও। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে হিরেটি কেনেন এই বিখ্যাত আমেরিকান র‌্যাপার। তারপরেই অস্ত্রোপচার করে কপালে হিরে বসিয়েছিলেন তিনি। এমনকি, হিরেটির বিমাও তিনি করেছিলেন বলে জানা গিয়েছে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *