বিশেষ প্রতিবেদন, ২৫ সেপ্টেম্বর:
আগামী সপ্তাহের শুরুতেই রাজ্যে ফের জোড়া নিম্নচাপের ভ্রুকুটি! যার জেরে ইতিমধ্যেই একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, শনিবার থেকে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ নিম্নচাপের রূপ নিচ্ছে। পাশাপাশি, আগামী ২৬ সেপ্টেম্বর আরও একটি ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। অবশ্য প্রথম ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে ক্রমশ ওড়িশা উপকূলের দিকে ঘুরে যাওয়ার কারণে পূর্ব মেদিনীপুর ও উপকূলীয় জেলাগুলি ছাড়া অন্যত্র ভারী বৃষ্টি হবে না বলে মনে করা হচ্ছে। যদিও, পরবর্তী ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
ইতিমধ্যেই শনিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি যে মৎস্যজীবীরা সমুদ্রে চলে গিয়েছেন, তাঁদের শনিবারের মধ্যে ফিরে আসার কথা বলা হয়েছে। আগামী ২৬ এবং ২৭ তারিখ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ উপকূলবর্তী জেলাগুলিতে “হলুদ সতর্কতা” জারি করা হয়েছে। পাশাপাশি আগামী ২৮ তারিখ কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে জারি করা হয়েছে “কমলা সতর্কতা”।