বড় চমক এস সি ইস্টবেঙ্গলের! এবার চেলসির প্রাক্তন প্রশিক্ষক নিযুক্ত হলেন গোলকিপার কোচ হিসেবে

বিশেষ প্রতিবেদন, ২৬ সেপ্টেম্বর:

এবার ফের দলগঠনে বড় চমক দেখালো এস সি ইস্টবেঙ্গল। একের পর এক অভিজ্ঞ কোচিং স্টাফদের দলে নিয়ে এসে ভালো প্রস্তুতির লক্ষ্য নিচ্ছে তারা। ইতিমধ্যেই জানা গিয়েছিল যে, স্পেনের ম্যানুয়েল মানোলো দিয়াজকে এবার লাল-হলুদের হেড কোচ হিসেবে দেখা যাবে। পাশাপাশি, জোসেফ রোনাল্ড ডি’‌অ্যাঞ্জেলাসকে ক্রীড়াবিজ্ঞানের প্রধান হিসেবে নিযুক্ত করেছেন কর্তারা। এবার, কোচিং স্টাফে নতুন সংযোজন লেসলি ক্লিভেলি। চেলসির এই প্রাক্তন গোলকিপার কোচকে নিযুক্ত করল এস সি ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের মতো জনপ্রিয় ক্লাবের গোলকিপার কোচের দায়িত্ব পেয়ে স্বভাবতই খুশি ক্লিভেলি। তিনি জানিয়েছেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তে ২০ বছর ধরে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে কাজ করার সুবাদে জানি বাঙালীদের ফুটবল নিয়ে আবেগ কতটা। এস সি ইস্টবেঙ্গল অনেক বড় ক্লাব। এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।” প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৭ সালে মিলওয়াল FC–র হয়ে কোচিং জীবন শুরু করেন লেসলি ক্লিভেলি। ২০০৭ সালে চেলসির গোলকিপার কোচের দায়িত্ব নেন তিনি। একের পর এক তারকা গোলকিপারকে ট্রেনিং দিয়েছেন ক্লিভেলি। স্বভাবতই, তাঁর মতো একজন পেশাদার এবং অভিজ্ঞ কোচের অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে এস সি ইস্টবেঙ্গল।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *