বিশেষ প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর:
জঙ্গিপুর, সামশেরগঞ্জ এবং ভবানীপুর কেন্দ্রে আজ চলছে উপনির্বাচন। এর মধ্যে ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে এই কেন্দ্রকে। ১৪ জন ডেপুটি কমিশনার ও ১৪ জন অ্যাসিস্টেন্ট কমিশনারের পাশাপাশি ৯টি স্ট্রাইকিং ফোর্স , ১৩ টি কিউ আর টি ভ্যান এবং ৯ টি ফ্লাইং স্কোয়াড থাকছে নিরাপত্তার দায়িত্বে।
এদিকে, সকাল থেকেই উপনির্বাচন শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন উত্তেজনার খবর উঠে আসছে তিনটি কেন্দ্র থেকেই। ৭২ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে ভবানীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ, তৃণমূল বিধায়ক মদন মিত্র ইচ্ছাকৃতভাবে ওই কেন্দ্রে ভোট মেশিন বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি, তিনি বুথ দখল করতে চান বলেও অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা। এদিকে, সামশেরগঞ্জে ভোটগ্রহণের আগে বোমাবাজি হওয়ার ঘটনা ঘটায় এলাকায় সাময়িক ভাবে উত্তেজনা ছড়ায়। পাশাপাশি, জঙ্গিপুরের ২১ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে যাওয়ায় বন্ধ থাকে ভোটগ্রহণ।