Flipkart Big Billion Days: ভারতে লঞ্চ হলো নতুন স্মার্টফোন POCO C31, দাম মাত্র 8,499; একনজরে দেখে নিন স্পেসিফিকেশন

বিশেষ প্রতিবেদন, ১ অক্টোবর:

মোবাইলপ্রেমীদের জন্য সুখবর! অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়ে গেল POCO-র নতুন স্মার্টফোন POCO C31। এক্কেবারে সাধ্যের মধ্যে থাকা এই স্মার্টফোনকে ঘিরে ইতিমধ্যেই বেশ আগ্রহ তৈরি হয়েছে ক্রেতাদের মধ্যে। নতুন এই স্মার্টফোনের দাম শুরু হচ্ছে মাত্র 8,499 টাকা থেকে। ৩ অক্টোবর থেকে শুরু হওয়া Flipkart Big Billion Days-এর প্রথম দিন থেকেই ফোনটি কিনতে পারবেন ক্রেতারা।

একনজরে দেখে নিন POCO C31 স্মার্টফোনটির স্পেসিফিকেশন:

* POCO C31 স্মার্টফোনে থাকছে MediaTek Helio G35 SoC, যা সংযুক্ত রয়েছে 4GB পর্যন্ত RAM ও 64GB এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। ফোনটিতে 6.53 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া থাকছে, যার রেজোলিউশন 720×1,600 পিক্সেলস এবং অ্যাসপেক্ট রেশিও 20:9।

* এই স্মার্টফোনে থাকছে 5,000mAh এর ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যাকআপ। কোম্পানি সূত্রে জানা গিয়েছে যে, 540 ঘণ্টার স্ট্যান্ডবাই, 30 ঘণ্টার ই-লার্নিং, 34 ঘণ্টা VoLTE কলিং, 10 ঘণ্টার গেমিং এবং 91 ঘণ্টার মিউজিক প্লেব্যাক দিতে সক্ষম এই ফোনের ব্যাটারি।

* ফোনে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট থাকছে, যার সাহায্যে স্টোরেজ 512GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি, একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে ফোনটিতে এবং তার সঙ্গেই থাকছে ফেস আনলক সাপোর্টও।

* আপাতত POCO C31 ফোনটি লঞ্চ করা হয়েছে দুটি স্টোরেজ অপশনে। এর মধ্যে 3GB RAM + 32GB স্টোরেজ স্পেসের দাম মাত্র 8,499 টাকা। অন্য দিকে আবার ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম ভারতে 9,499 টাকা। শ্যাডো গ্রে এবং রয়্যাল ব্লু এই দুই কালার অপশনে ফোনটি পাওয়া যাবে ভারতের বাজারে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *