বিশেষ প্রতিবেদন, ১ অক্টোবর:
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! তারপরেই বাঙালি মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। পুজো-পুজো আবহে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্ল্যানিং এবং দেদার কেনাকাটা। তবে, এই আনন্দের মাঝে এখনও থেকে গেছে করোনার ভ্রুকুটি! যদিও, বাঙালির পুজো দর্শনে এবার আর থাকলোনা কোনো বাধা! রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে বিধিনিষেধ জারি থাকলেও আগামী ১০ থেকে ২০ অক্টোবর থাকছেনা নাইট কারফিউ। যেই কারণে, আবারও রাত জেগে ঠাকুর দেখতে পারবেন দর্শকরা।
পাশাপাশি, পুজোর মরশুমে জনসাধারণ ও যানবাহনের বেরোনোর ক্ষেত্রেও বহাল থাকা নাইট কারফিউ শিথিল করা হচ্ছে। তবে, বাইরে বেরোনোর ক্ষেত্রে সঠিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহারের প্রসঙ্গও উপস্থাপিত করা হয়েছে।
করোনা আবহে নিয়মগুলি সঠিকভাবে মেনে না চললে মহামারী আইনি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। তবে, লোকাল ট্রেন চালু নিয়ে এখনই কোনও নির্দেশ না থাকায় আরও একমাস লোকাল ট্রেন চলাচল বন্ধই থাকছে রাজ্যে।