মর্মান্তিক! বন্যার জলে ডুবে ঘাটালে প্রাণ হারালো ৬ বছরের শিশু, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা

বিশেষ প্রতিবেদন, ১ অক্টোবর:

জলযন্ত্রণায় ক্রমশ জেরবার হয়ে উঠছে ঘাটালবাসী।  চলতি বছরের অগাস্ট মাসেই ভয়াবহ বন্যায় জলমগ্ন হয়ে পড়ে ঘাটালের বিস্তীর্ণ অংশ। তারপরেই আরও একবার শিলাবতীর জল উপচে প্লাবিত হয়ে পড়ে ঘাটাল সংলগ্ন এলাকা। এই মুহূর্তে ফের নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে তৈরি হয়েছে বন্যার আশঙ্কা। শিলাবতী এবং ঝুমি নদীতে ক্রমশ বাড়ছে জল। ইতিমধ্যেই ঘাটালের চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি, দাসপুরের ১ নম্বর ব্লকের বহু গ্রামও জলমগ্ন। জেলার বিস্তীর্ণ এলাকায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে, জলযন্ত্রণার মাঝেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো ঘাটাল। ঘাটালের ৬ নং ওয়ার্ড এলাকার গম্ভীরনগরে বন্যার জলে ডুবে প্রাণ হারিয়েছে ৬ বছরের এক শিশু। মৃত শিশুর নাম সৌম্যজিৎ চানক। অসাবধানতাবশত নিজের বাড়ির কিছুটা দূরেই জলে ডুবে মৃত্যু হয় তার। তড়িঘড়ি তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, একটানা বৃষ্টির ফলে জলমগ্ন আসানসোল-দুর্গাপুর। প্লাবিত হয়েছে বাঁকুড়ার বিস্তীর্ণ অংশও। এমতাবস্থায়, মাইথন, পাঞ্চেত ও দুর্গাপুর জলাধার থেকে জল ছাড়া হয় বৃহস্পতিবার সকালে। যার ফলে এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *