গত ২৪ ঘন্টায় মৃত ৬ শিশু! ক্রমশ উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গ মেডিক্যালে

বিশেষ প্রতিবেদন, ২ অক্টোবর:

উত্তরবঙ্গ মেডিক্যালে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে শিশুমৃত্যুর ঘটনা! গত ২৪ ঘন্টায় মোট ৬ টি শিশুর মৃত্যু হয়েছে সেখানে। পাশাপাশি, গত ১১ দিনে ১ বালক-সহ মোট ২২ টি শিশুর মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। মৃত্যুর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছেন চিকিৎসাধীন শিশুর অভিভাবকেরাও।

এদিকে, নতুন করে গত ২৪ ঘন্টায় ৪৯ জন শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। অন্যান্য জেলা থেকে রেফার করা রোগীর কারণে বাড়ছে রোগী ভর্তির চাপও। যদিও, প্রাথমিকভাবে অভিভাবকেরা জানিয়েছেন জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়েই ভর্তি করা হচ্ছে শিশুদের। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপার জানিয়েছেন যে, বিভিন্ন কারণে মৃত্যু হচ্ছে শিশুদের। শারীরিক দুর্বলতার পাশাপাশি কম ওজন এবং হার্টের অসুখে আক্রান্ত হচ্ছে শিশুরা। পাশাপাশি, জ্বর নিয়ে আসা সব শিশুদেরই প্রথমে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। সেখানে রিপোর্ট নেগেটিভ এলে সাধারন ওয়ার্ডেই চিকিৎসা করা হচ্ছে শিশুদের। পরবর্তীকালে উপসর্গ অনুযায়ী আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *