বিশেষ প্রতিবেদন, ৫ অক্টোবর:
ত্রিপল চুরির মামলায় সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ কয়েক মাস ধরে চলা এই মামলার শুনানি চলছে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। আপাতত এই মামলায় সব ধরনের তদন্ত প্রক্রিয়ার ওপর ছয় সপ্তাহের স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর ছুটির পর ফের এই মামলার শুনানি হবে। পাশাপাশি, এই মামলায় রাজ্য সরকারকেও হলফনামা জমার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই কাঁথি পুরসভার ডরমেটারি বিল্ডিং থেকে ত্রাণের জন্য দেওয়া সরকারি ত্রিপল চুরির অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌম্যেন্দু অধিকারীর বিরুদ্ধে। এমনকি, তাঁদের বিরুদ্ধে FIR-ও দায়ের করে পুর কর্তৃপক্ষ। যদিও, শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি, কলকাতা হাইকোর্টে এর পরিপ্রেক্ষিতে মামলাও দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা।