এবার নতুন রূপে মদন মিত্র! মহালয়ার সকালে মণ্ডপে বসে চন্ডীপাঠ করলেন কামারহাটির বিধায়ক

বিশেষ প্রতিবেদন, ৬ অক্টোবর:

উৎসবের মরশুম হোক কিংবা বছরের অন্যান্য সময়, প্রতিক্ষেত্রেই খবরের শিরোনামে থাকেন মদন মিত্র। গান, অভিনয়ের পর এবার এক্কেবারে নতুন অবতারে দেখা গেল তাঁকে। পিতৃপক্ষের অবসানের সাথে সাথে মাতৃপক্ষের শুরুতেই পুজো মণ্ডপে বসে চণ্ডীপাঠ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বেলঘরিয়ার মানসবাগ সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো প্রাঙ্গণে মহালয়ার দিন সকালে চণ্ডীপাঠ করতে দেখা যায় তাঁকে।

প্রথমবার গায়ে নামাবলি চাপিয়ে শ্রদ্ধা ও ভক্তি সহকারে চণ্ডীপাঠ করলেন তৃণমূলের এই তারকা বিধায়ক। তাঁর পাঠ শুনতে ভিড় জমান দর্শকরাও। মায়ের কাছে সকলের জন্য প্রার্থনা জানিয়ে তিনি বলেন যে,“মা দুর্গা পৃথিবীর মঙ্গল করুন। সমস্ত পাপের বিনাশ করে পৃথিবীকে শান্ত করুন।” প্রসঙ্গত উল্লেখ্য, বেলঘরিয়া মানসবাগের ৭৪ তম বর্ষে এবারের নিবেদন রবিরশ্মি। প্রকৃতির উপর প্রতিনিয়ত অত্যাচারের ফলে সৃষ্টি হওয়া গ্লোবাল ওয়ার্মিংকেই এবারের থিম হিসেবে বেছে নিয়েছেন উদ্যোক্তারা। আর সেখানেই প্রধান চমক হিসেবে দেখা গেল মদন মিত্রের চন্ডীপাঠ।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *