বিশেষ প্রতিবেদন, ৬ অক্টোবর:
দেশের করোনার পরিসংখ্যানে গতকালই তৈরি হয়েছিল নতুন “রেকর্ড”! উৎসবের আবহে একটানা নিম্নমুখী সংক্রমণের জেরে করোনা থেকে কিছুটা চিন্তা কমেছিলো বিশেষজ্ঞদের। সেই রেশ বজায় রেখেই একটানা ২০৯ দিন পর গতকাল দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণের ঘটনা ঘটে। তবে, গত একদিনে সেই সংখ্যা সামান্য বাড়লেও কমেছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। আপাতত দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৬৮৭। যা গত ২০৩ দিনের মধ্যে সর্বনিম্ন।
বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১৮ হাজার ৩৪৬। গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৭৮ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৭১৮ জন। ইতিমধ্যেই দেশে টিকা পেয়েছেন প্রায় ৯২.১৭ কোটি মানুষ।
এদিকে, গত একদিনে রাজ্যে একলাফে অনেকটাই বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৬১৯। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৫ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১১।
এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৩। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৩ হাজার ২৪৬। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৫৫ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৯১ জন। গত একদিনে মোট ৩৭ হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।