ফের রক্তাক্ত ভূস্বর্গ! স্কুলে ঢুকে জঙ্গিদের অতর্কিত হামলায় নিহত দুই শিক্ষক

বিশেষ প্রতিবেদন, ৭ অক্টোবর:

ফের রক্তাক্ত হয়ে উঠলো ভূস্বর্গ! বৃহস্পতিবার সকালে স্কুলে ঢুকে দুই শিক্ষককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে শ্রীনগরের ইদগাহ এলাকার গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে। সূত্র মারফত জানা গিয়েছে যে, স্কুলের প্রিন্সিপালের অফিসে বৈঠকের সময় হঠাৎই সেখানে প্রবেশ করে দুই জঙ্গি। তারপরেই দু’জন শিক্ষককে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা।

ওমর আব্দুল্লার টুইট, সৌজন্যে: এএনআই

পুলিশ জানিয়েছে যে, মৃত দুই শিক্ষকের নাম সতিন্দর কৌর এবং দীপক চাঁদ। তাঁরা দু’জনেই আলোচীবাগের বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ওমর আবদুল্লা। পাশাপাশি, “দ্য জম্মু কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টি” এই হামলার তীব্র নিন্দা করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই  শ্রীনগর ও বান্দিপোরাতে তিনজন অসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। চলতি বছরে এখনও পর্যন্ত ২৩ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে জঙ্গিদের গুলিতে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *