দুর্গাপুজো নিয়ে নয়া নির্দেশিকা জারি হাইকোর্টের! একনজরে দেখে নিন কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়

বিশেষ প্রতিবেদন, ৭ অক্টোবর:

চলতি বছরের দুর্গাপুজো নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো কলকাতা হাইকোর্ট। করোনা আবহে আসন্ন দুর্গাপুজোতে বিভিন্ন শর্তসাপেক্ষে ছাড়ের বিষয় জানানো হয়েছে ওই নির্দেশিকায়। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এবং নতুন করে সংক্রমণ যাতে না ঘটে সেই বিষয় লক্ষ রেখেই জারি করা হয়েছে নির্দেশিকা। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার দুর্গাপুজো নিয়ে শুনানি ছিল। সেই শুনানির পরই আদালত নয়া নির্দেশিকা জারি করে।

কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড় :

টিকার দু’টি ডোজ নেওয়া থাকলেই মণ্ডপের ভেতর অঞ্জলি এবং সিঁদুরখেলায় আর কোনো বাধা থাকবেনা। পাশাপাশি, বড় মণ্ডপে সর্বাধিক ৪৫ জন দর্শনার্থী একসাথে ঢুকতে পারবেন। অপরদিকে, ছোট মণ্ডপের ক্ষেত্রে, একসঙ্গে ১০ থেকে ১৫ জন দর্শনার্থী ঢুকতে পারবেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। চলতি বছরের পুজোয় টিকার দু’টি ডোজ এবং মাস্ক পরা থাকলে পুজোর যে কোনও কাজে অংশগ্রহণ করা যাবে। সামগ্রিকভাবে এই সমস্ত বিষয়গুলির ওপর নজরদারির দায়িত্ব থাকছে পুলিশের। নিয়মের অন্যথা হলে পুলিশ সঙ্গে সঙ্গে সেই পুজো বাতিলও করে দিতে পারে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *