বিশেষ প্রতিবেদন, ১২ অক্টোবর:
প্রতিবছরই কলকাতার দুর্গাপুজোয় অন্যতম “ডেস্টিনেশন” হয়ে থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। চোখ ধাঁধানো মণ্ডপসজ্জা, আর নতুন নতুন “থিম” উপহার দিয়ে তাকে লাগিয়ে দেয় এই ক্লাব। এইবছরও তার ব্যতিক্রম হয়নি! কলকাতাতেই ১৪০ ফুট উঁচু “বুর্জ খলিফা” তৈরি করে রীতিমতো সাড়া ফেলে দেন উদ্যোক্তারা। আর তাতে মরুদেশের গানের পাশাপাশি লেজার লাইটের শো আরও বৃদ্ধি করে দর্শক সমাগম।
তবে এবার, সেই উৎসাহে কিছুটা ভাটা পড়তে চলেছে! লাইট শো চলাকালীন শক্তিশালী আলোর জেরে বিমান চলাচলে পাইলটদের অসুবিধার সৃষ্টি হওয়ায় সপ্তমী থেকেই বন্ধ থাকছে লাইট শো। পাশাপাশি নিভিয়ে দেওয়া হচ্ছে স্পট লাইটগুলিও।
ইতিমধ্যেই, তিনটি পৃথক পৃথক বেসরকারি বিমান সংস্থার পাইলটদের তরফে অভিযোগ জমা পড়ে এয়ার ট্র্যাফিকে। পুলিশের পাশাপাশি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকেও আপত্তি জানানো হয়। অভিযোগ যায় বিধাননগর পুলিশের কাছেও। এমনিতেই নিয়ম অনুযায়ী, বিমানবন্দরের কাছে তীব্র আলো ব্যবহার সম্পূর্নভাবে নিষিদ্ধ। এদিকে, শ্রীভূমির তৈরী “বুর্জ খলিফা” বিমানবন্দরের কাছাকাছি থাকায় সমস্যায় পড়েছেন পাইলটরা। তাদেরই অভিযোগের ভিত্তিতে সপ্তমী থেকেই বন্ধ থাকছে লাইট শো।