চিন্তা বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা, সপ্তমীর দিনই রাজ্যে লাফিয়ে বাড়লো সংক্রমণ

বিশেষ প্রতিবেদন, ১৩ অক্টোবর:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মেতে উঠেছে সমগ্র রাজ্যবাসী। মায়ের আরাধনার পাশাপাশি চলছে দেদার “প্যান্ডেল হপিং”। তবে, মহামারীর আবহে চোখ রাঙাচ্ছে করোনাও! সপ্তমীর দিনই রাজ্যের করোনা গ্রাফ একলাফে অনেকটাই ঊর্ধ্বমুখী হলো। আর তাতেই নতুন করে উদ্বেগ বেড়েছে সকলের! তৃতীয় ঢেউয়ের প্রাক্কালে এবং উৎসবের জনজোয়ারে সংক্রমণের এমন বৃদ্ধিতে প্রমাদ গুনছেন বিশেষজ্ঞরাও।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৬০৬। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১০ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৯। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯২৪।

আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৭ হাজার ৭১১। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৩৫ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৭২ জন। গত একদিনে মোট ৩০ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। তবে, কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা যথেষ্ট বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৮০ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, উত্তর ২৪ পরগনায় এই সংখ্যাটা ১২৬ জন। এমনিতেই পুজোর সময় রাজধানী শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা উত্তর ২৪ পরগনায় জনসমুদ্র তৈরী হয়। এমতাবস্থায়, নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যথেষ্ট শঙ্কিত রাজ্যবাসী।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *