বিশেষ প্রতিবেদন, ১৪ অক্টোবর:
উৎসবের মরশুম শুরু হতেই ফের করোনার প্রকোপ বাড়লো রাজ্যে। দুর্গাপুজোর আবহে প্রবল জনজোয়ারের মাঝে করোনা বিধি অধিকাংশ ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে। যার জেরে শুধুমাত্র গত একদিনেই কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে দু’শোর গন্ডী। রাজধানী শহরে মোট ২০৩ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৭৬৮। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১১ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১০। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৩৫।
আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৮ হাজার ৪৮২। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৭৫ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৫৭ জন। গত একদিনে মোট ২৮ হাজার ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।