বিশেষ প্রতিবেদন, ১৫ অক্টোবর:
দেশের করোনা পরিসংখ্যানের গ্রাফ এবার নিম্নমুখী। উৎসবের মেজাজ বজায় থাকলেও দেশে উল্লেখযোগ্য ভাবে কমেছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৬২ জন। বৃহস্পতিবারের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই কম।
পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৭৯ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৯১ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৬৭৮। ইতিমধ্যেই দেশের ৯৭ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৫৫৩ জন টিকা পেয়েছেন।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫১ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৫৩০। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৮ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ১০। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৫৩।
আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৯ হাজার ৪৬৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫০৬ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫১৩ জন। গত একদিনে মোট ২১ হাজার ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।