বিশেষ প্রতিবেদন, ১৬ অক্টোবর:
অবশেষে যাবতীয় জল্পনার অবসান! আইপিএল শেষ হতে না হতেই এবার টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসেবে উঠে এলো রাহুল দ্রাবিড়ের নাম। সূত্র মারফত জানা গিয়েছে যে, ভারতীয় দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার। পাশাপাশি, বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহর সঙ্গে এই বিষয়ে আলোচনাও হয়েছে তাঁর। সব ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর থেকেই কোহলিদের দায়িত্ব নেবেন “দ্য ওয়াল”।
জানা গিয়েছে যে, আপাতত ২ বছরের জন্য রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি হবে বিসিসিআইয়ের। এর জন্য তিনি পারিশ্রমিক পাবেন প্রায় ১০ কোটি টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে জুনিয়র দলের কোচ হিসেবে চূড়ান্ত সাফল্য পেয়েছিলেন দ্রাবিড়। পাশাপাশি, অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের দায়িত্ব নিয়েই বিশ্বসেরা হয়েছিলেন। তাই প্রথম থেকেই ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন রাহুল। শেষ পর্যন্ত তিনি রাজি হওয়ায় বিরাটদের কোচ হওয়া নিয়ে তাঁর আর কোনো বাধাই রইলনা।