দক্ষিণ দিনাজপুরে চাঞ্চল্য! দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তি ১৮

বিশেষ প্রতিবেদন, ১৭ অক্টোবর:

দুর্গাপুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো আর দেদার খাওয়াদাওয়া। আর খাওয়াদাওয়া বলতে প্রথমেই যেটার কথা মাথায় আসে তা হলো ফুচকা। কিন্তু, সেই ফুচকা খেতে গিয়েই বিপত্তি ঘটলো দক্ষিণ দিনাজপুরে। দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ১৮ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা গিয়েছে যে, মহাবাড়ির কল্যাণী সার্বজনীন দুর্গাপুজোয় দশমীর দিন অনুষ্ঠিত হওয়া মেলাতেই ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। এমনকি, পেটে ব্যথা, বমি, ডায়েরিয়ার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে চার শিশু সহ মোট ১৮ জনকে। এই ঘটনার পরই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁদের বাড়ি মুরাদপুর, ইলাসপুর এবং গোবিন্দপুর গ্রামে। আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন তাঁরা। এলাকায় মেডিক্যাল টিম পৌঁছেছে বলে জানা গিয়েছে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *