জাতিবিদ্বেষমূলক মন্তব্যের জেরে গ্রেফতার হলেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং

বিশেষ প্রতিবেদন, ১৮ অক্টোবর:

জাতিবিদ্বেষমূলক মন্তব্যের জেরে এবার বড়সড় বিপদে পড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। গত বছর রোহিত শর্মার সাথে ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে এসে যুজবেন্দ্র চাহালের উদ্দেশ্যে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন যুবরাজ। এরপরই তাঁর নামে মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতেই রবিবার হরিয়ানায় হিসারের পুলিশ আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন।

জানা গিয়েছে যে, যুবরাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩ এ, ২৯৫, ৫০৫ ধারায় মামলা রুজু হয়। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই এই সংক্রান্ত মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন যুবরাজ। এরপর রবিবার তাঁকে গ্রেফতার করার পর সামান্য জিজ্ঞাসাবাদের পরই জামিনের ভিত্তিতে তিনি ছাড় পান। এদিকে, এই ঘটনায় নিজের ভুল বুঝতে পেরে আগেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন ভারতের এই প্রাক্তন তারকা ক্রিকেটার।
সরাসরি সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন,  “আমি কখনওই জাত-পাত, বর্ণ কিংবা লিঙ্গের ভেদাভেদে বিশ্বাসী নই। প্রতিটি মানুষকে আমি সমানভাবেই দেখি ও তাঁদের সুবিধার্থে কাজ করার চেষ্টা করি।” যদিও, শেষপর্যন্ত এই ঘটনার জেরে গ্রেফতার হতে হল তাঁকে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *