প্রবল ঝোড়ো হাওয়ার সাথে ফের নিম্নচাপ! সোমবার থেকেই ক্রমশ বাড়বে বৃষ্টি

বিশেষ প্রতিবেদন, ১৮ অক্টোবর:

রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি! পুজো শেষ হতে না হতেই বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। সাথে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি করা হয়েছে। আপাতত সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারী করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, বঙ্গোপসাগর ও আরব সাগরে দু’টি নিম্নচাপ রয়েছে। পাশাপাশি, পূবালি হাওয়ার দাপট বাংলা ও বাংলাদেশ উপকূলে রয়েছে। যার জেরে দক্ষিণ-পূর্ব বাতাসের মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এর প্রভাবে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।

পাশাপাশি, সোমবার থেকেই বৃষ্টিপাতের পরিমান ক্রমশ বাড়বে বলে জানা গিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস মিলেছে। দক্ষিণবঙ্গে দুর্যোগ বুধবার পর্যন্ত চলতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, বুধবার কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *