স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েও বিশ্বরেকর্ডের অধিকারী হলেন শাকিব আল হাসান

বিশেষ প্রতিবেদন, ১৮ অক্টোবর:

টি-২০ বিশ্বকাপের প্রথম দিনই কোয়ালিফাইয়িং রাউন্ডের হাড্ডাহাড্ডি ম্যাচে বাংলাদেশকে ৬ রানে হারিয়ে দিল স্কটল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ক্রিস গ্রিয়েভসের ২৮ বলে ৪৫ রানের অনবদ্য ইনিংসের ওপর ভর করে  নির্ধারিত ২০ ওভারে স্কটল্যান্ড ১৪০ রান তোলে ৯ উইকেটের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি। স্কটল‌্যান্ডের হয়ে তিনটে উইকেট নেন ব্র্যাড হুয়েল।

এদিকে, স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েও বিশ্বরেকর্ডের অধিকারী হলেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে দু’টি উইকেট তুলে নেন তিনি। যার ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শাকিবের উইকেট সংখ্যা দাঁড়াল ১০৮। এর আগে আন্তর্জাতিক টি-২০-তে সবচেয়ে বেশি উইকেটের মালিক ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার লসিথ মালিঙ্গা। ৮৪ টি ম্যাচে ১০৭ টি উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল তাঁর। কিন্তু, এদিন উইকেটের সংখ্যায় মালিঙ্গাকে ছাড়িয়ে গিয়ে বিশ্বরেকর্ডের অধিকারী হলেন শাকিব।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *