Advertisement
বিশেষ প্রতিবেদন, ১৯ অক্টোবর:
এই বছরের মতো দুর্গাপুজো শেষ! করোনার আবহ বজায় থাকলেও শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠেছিলেন আপামর জনসাধারণ। পিছিয়ে থাকেননি সুরাপ্রেমীরাও! তাঁদেরই সুবাদে পুজোর ক’দিন মদ বিক্রিতে নতুন রেকর্ড তৈরি হল রাজ্যে। পরিসংখ্যান অনুযায়ী, পুজোর পাঁচদিনে প্রায় ১০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বঙ্গে। গতবছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে বিক্রির হার।
চলতি বছরে পুজোর পাঁচ দিনই খোলা ছিল রাজ্যের সমস্ত মদের দোকান ও পানশালা। যার ফলে প্রতিদিনই লম্বা লাইন দেখা গিয়েছে দোকানগুলির বাইরে। এর মধ্যে শুধুমাত্র নবমীতেই মদ বিক্রি হয়েছে প্রায় ২৯ কোটি টাকার। পাশাপাশি, মদ বিক্রিতে রাজ্যের শীর্ষে রয়েছে দুই মেদিনীপুর। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শুধুমাত্র এই দুই জেলাতেই প্রায় ২৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।