রাজ্যে সংক্রমণের শীর্ষে কলকাতা! মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ১৯ হাজারের গন্ডী

বিশেষ প্রতিবেদন, ২৯ অক্টোবর:

গত একদিনে রাজ্যে ফের বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৭ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৭২৬ । গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭ জন।

আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮২ হাজার ৮১৩। সংক্রমণের নিরিখে রাজ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। গত ২৪ ঘন্টায় ২৪৪ জন আক্রান্ত হয়েছেন সেখানে। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৯৫ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৯১ জন। গত একদিনে মোট ৩৫ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *