ভূস্বর্গে গুলির লড়াইতে নিকেশ ছয় লস্কর জঙ্গি, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পৌঁছলেন সেনাপ্রধান

বিশেষ প্রতিবেদন, ২০ অক্টোবর:

ভূস্বর্গে ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা! বেশ কয়েকদিন ধরেই কাশ্মীরে জঙ্গিদের দৌরাত্ম ক্রমশ বেড়ে চলেছে। পাশাপাশি, নিরীহ ভিন রাজ্যের শ্রমিকদের উপর লাগাতার আক্রমণ করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। কিন্তু, এবার সেনার সাথে চলা গুলির লড়াইতে নিকেশ হল পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছয় জঙ্গি। তবে, রাজৌরি সেক্টরের ঘন জঙ্গলে এখনও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে সেনাবাহিনী।

সূত্র অনুযায়ী, রাজৌরি সেক্টরের ঘন জঙ্গলেই লুকিয়ে ছিল জঙ্গিরা। সেখানে চলা গুলির লড়াইতে খতম হয়েছে ৬ জঙ্গি। গতমাসেই পাক সেনার মদতে পুঞ্চ-রাজৌরি সেক্টর থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল ১০ জন জঙ্গি। তাঁদের খোঁজে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে রাজৌরি সেক্টরে। পাশাপাশি, বর্তমানে ভূস্বর্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে যান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। মঙ্গলবার হোয়াইট নাইট কর্পসের ফরওয়ার্ড পোস্টগুলিতেও যান তিনি। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি সন্ত্রাস দমন অভিযান নিয়েও সেনা আধিকারিকদের সাথে কথা বলেন তিনি।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *