Advertisement
বিশেষ প্রতিবেদন, ২১ অক্টোবর:
টলিউডে ফের করোনার থাবা! এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা অনির্বান ভট্টাচার্য। জানা গিয়েছে যে, সম্প্রতি দেব অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি “গোলন্দাজ”-এর প্রিমিয়ারে গিয়েছিলেন অনির্বান। তারপর থেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে।
আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অনির্বান। ডাক্তারের পরামর্শ মতো ওষুধ এবং খাওয়ার খাচ্ছেন তিনি। তবে বিশেষ কোনো উপসর্গ নেই অভিনেতার শরীরে। পাশাপাশি, অভিনেতার পরিবারের বাকি সদস্যরা আক্রান্ত নন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। এবার অভিনেতা অনির্বান ভট্টাচার্যের শরীরেও মিলল এই ভাইরাস। এই খবর প্রকাশ্যে আসার পরই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।