বিশেষ প্রতিবেদন, ২২ অক্টোবর:
করোনা মোকাবিলায় এবার নয়া রেকর্ড তৈরি করলো ভারত। মাত্র ২৭৯ দিনেই ১০০ কোটি মানুষ টিকা পেয়েছেন ভারতে। স্বভাবতই এই পরিসংখ্যান তৈরি করেছে বিশ্বরেকর্ড! চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয় টিকাকরণ। মারণ ভাইরাসকে প্রতিহত করতে দেশের প্রতিটি প্রান্তে জোর দেওয়া হয় টিকাকরণের ওপর। যার সুবাদে মাত্র কয়েকমাসের ব্যবধানেই দেশের সিংহভাগ মানুষ টিকা পেয়েছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, “আজ একটা উৎসাহের আবহ তৈরি হয়েছে। সেই সঙ্গে আমাদের মধ্যে এই দায়িত্ববোধও রয়েছে যে সবাই মিলে আমরা করোনাকে হারাব।” এদিকে, সার্বিক টিকাকরণের পরিসংখ্যানে দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই সেখানে ৬.৮৫ কোটি মানুষ টিকা পেয়েছেন।
একনজরে দেখে নিন আজকের দেশের করোনা পরিসংখ্যান:
শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ২৩১ জনের। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৭৪৫। বর্ধমানে দেশে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। গত একদিনে দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লক্ষ ২৪ হাজার ২৬৩ টি।
একনজরে দেখে নিন আজকের রাজ্যের করোনা পরিসংখ্যান:
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২১ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮৩ হাজার ৬৪৬। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৭৫ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৩৫ জন। গত একদিনে মোট ৩৩ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।