ভারতে লঞ্চ হল নতুন স্মার্টফোন Nokia C30, দাম মাত্র 10,999 টাকা

বিশেষ প্রতিবেদন, ২২ অক্টোবর:

মধ্যবিত্তদের কথা মাথায় রেখে ভারতে লঞ্চ হয়ে গেল নতুন স্মার্টফোন Nokia C30। দুর্দান্ত ফিচার্স এবং সাধ্যের মধ্যে থাকা দামের কারণে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই স্মার্টফোনটি। চলতি বছরের জুলাই মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ফোনটি লঞ্চ করে গিয়েছিল। এবার ভারতের বাজারেও উপলব্ধ হল ফোনটি।

একনজরে দেখে নিন কি কি ফিচার্স থাকছে স্মার্টফোনটিতে:

* Nokia C30 স্মার্টফোনে রয়েছে একটি 6.82 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার ব্রাইটনেস 400 নিটস পিক এবং NTSC কালার গ্যামুট 70%।

* কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB, চার্জিং পোর্ট এবং একটি 3.5mm অডিও জ্যাক।

* এই স্মার্টফোনে থাকছে একটি অক্টাকোর Unisoc SC9863A প্রসেসর। যা পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 64GB স্টোরেজের সঙ্গে। এটি বাড়িয়ে নেওয়া যাবে 256GB পর্যন্ত।

* Nokia C30 স্মার্টফোনে রয়েছে দুটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে 13MP সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 2MP ডেপথ সেন্সর। পাশাপাশি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

* এই স্মার্টফোনে শক্তিশালী একটি 6000mAh ব্যাটারি রয়েছে, যা 10W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। আপাতত দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্ট সহযোগে পাওয়া যাবে এই ফোন। 3GB RAM + 32GB স্টোরেজ অপশনের দাম ভারতে 10,999 টাকা। অন্য দিকে ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম ভারতে 11,999 টাকা। আপাতত সবুজ এবং সাদা এই দুই কালার ভ্যারিয়্যান্টে ফোনটি পাওয়া যাবে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *