বিশেষ প্রতিবেদন, ২৪ অক্টোবর:
চলতি মাসেই নাম বদলে যেতে পারে সোশ্যাল মিডিয়ার জায়েন্ট সংস্থা ফেসবুকের! প্রযুক্তি সংক্রান্ত সংবাদমাধ্যম দ্যা ভার্জের রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে যে, ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। যার ফলে, শীঘ্রই মার্ক জুকেরবার্গ তাঁর কোম্পানির নাম বদলে ফেলতে চলেছেন!
চলতি মাসের ২৮ তারিখই এই নাম বদল হতে পারে।
তবে, এই নতুন নামটি কী হবে তা নিয়ে এখনই কেউ কোনও ধারণা দিতে পারছে না। মনে করা হচ্ছে যে, এই রি-ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ফেসবুকের সোশ্যাল মিডিয়া অ্যাপকে একটি পেরেন্ট সংস্থার অধীনে অনেক প্রোডাক্টের মধ্যে একটি হিসেবে আরও স্পষ্ট করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ফেসবুকের অধীনে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মাধ্যম রয়েছে। অর্থাৎ নাম বদল হলেও এই পরিষেবা গুলির মধ্যে ফেসবুক স্বতন্ত্র ভাবে থাকবে একটি মাদার ব্র্যান্ডের অধীনে।