বিশেষ প্রতিবেদন, ২৫ অক্টোবর:
গত রবিবার দুবাইয়ে ভারত-পাকিস্তানের “হাইভোল্টেজ” ম্যাচকে ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। বহু প্রতীক্ষিত এই ম্যাচে কে এল রাহুলের আউট হয়ে যাওয়ার পরেই বিভিন্ন প্রশ্নবান উঠে এসেছে আম্পায়ারের বিরুদ্ধে। প্রথম ইনিংসের ২.১ ওভারে শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে যান রাহুল। ৮ বলে মাত্র ৩ রান করেন তিনি। তারপরেই দাবি উঠতে থাকে, যে বলটায় রাহুলকে বোল্ড করেছিলেন আফ্রিদি, দাগের বাইরে পা বেরিয়ে যাওয়ার কারণে
সেটা নাকি “নো বল” ছিল! সরাসরি সেই ছবি পোস্ট করে অনেকেই আম্পায়ারকে অভিযোগের কাঠগড়ায় তোলেন।
পাশাপাশি, নেটাগরিকরা বিসিসিআইকে ট্যাগ করেও ঘটনার পুরো বিবরণ তুলে ধরেন। যদিও, ধারাভাষ্যকাররা স্পষ্ট জানিয়ে দেন যে, শাহিনের ওই বল “নো বল” ছিলনা। কারণ, শাহিনের বল করার পর পায়ের প্রথম “ইমপ্যাক্ট” ক্রিজের ভিতরে থাকার কারণে ক্রিকেটীয় নিয়ম অনুযায়ী, ওই বল বৈধ ছিল বলে ধরা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারত-পাকিস্তানের ওই উল্লেখযোগ্য ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে সাত উইকেটের বিনিময়ে ১৫১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না খুইয়েই ১৩ বল বাকি থাকতে ১৫২ রান করে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। পাক অধিনায়ক বাবর আজম ৬৮ রান এবং উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান ৭৯ রান করে অপরাজিত থাকেন।