মেলেনি পুলিশের অনুমতি, গোয়ায় বাতিল হওয়া দলীয় কর্মসূচি নিয়ে প্রতিবাদে সরব মমতা

বিশেষ প্রতিবেদন, ২৫ অক্টোবর:

জাতীয়স্তরে ক্রমশ সক্রিয় হচ্ছে তৃণমূল। যেই কারণে ত্রিপুরা, উত্তরপ্রদেশের পর এবার গোয়াতেও সংগঠন মজবুত করতে চাইছে দল। ইতিমধ্যেই বেশ কয়েকবার রাজ্যের একাধিক নেতা-নেত্রী বিভিন্ন দলীয় অনুষ্ঠানে যোগদান করেছেন সেখানে। সেই উদ্দেশ্যে আরও একধাপ এগিয়ে ২৮ অক্টোবর গোয়া যাওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি, জনসংযোগ কর্মসূচির কারণে সোমবার ছিল “পিপলস চার্জশিট” প্রকাশের অনুষ্ঠান। কিন্তু, সেই কর্মসূচির অনুমতিতেই বাধা দেয় গোয়ার সরকার।

কী কারণে অনুমতি বাতিল হয়েছে, তা প্রশাসনের তরফে স্পষ্ট করা না হলেও তৃণমূল সূত্রে অভিযোগ করা হয়েছে যে, শেষমুহূর্তে পুলিশ-প্রশাসন সেই অনুমতি বাতিল করে দেয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি জানান যে, “গোয়ায় অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে না বিজেপি। কিছু বললেই গ্রেফতার করা হচ্ছে। কিন্তু এভাবে আমাকে ভয় দেখানো যাবে না। অনুমতি না পেলে রাস্তায় প্রতিবাদ চলবে। আমি স্ট্রিট ফাইটার। রাস্তায় নেমে আন্দোলন চলবে গোয়ায়।”

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *